01

سعيد بن زربي الخزاعي

সাঈদ বিন যারবী আল-খুযাঈ

অজ্ঞাত - 167 হি:

মাজরুহ

বর্ণনাকারীর বিবরণ:

নাম (আরবী): سعيد بن زربي البصري العبادي

নাম (বাংলা): সাঈদ বিন যারবী আল-বাসরী আল-আব্বাদী

কুনিয়াত: আবূ উবায়দাহ

জীবনকাল: অজ্ঞাত - 167 হি:

হুকুম: অত্যান্ত যঈফ।।

বুখারী

তিরমিযী

নাসাঈ

মুসলিম

আবূ দাঊদ

ইবন মাজাহ

الحسن بن يسار البصري

محمد بن سيرين البصري

1
2

যারা জারাহ করেছেন:

ليس بشيئহাদীসের ক্ষেত্রে তিনি কিছুই নন।

তারীখে ইবনে মাঈন, দূরীর বর্ণনা ৪/৮৮

সহীহ

ليس بقويহাদীসের ক্ষেত্রে তিনি শক্তিশালী নন।

আত-তারীখুল কাবীর ৩/৬৯

সহীহ

صاحب عجائبআজীব বর্ণনা সমূহের বর্ণনাকারী।

আত-তারীখুল কাবীর ৩/৪৭৩

সহীহ

صاحب عجائبআজীব বর্ণনা সমূহের বর্ণনাকারী।

আল-কুনা ওয়াল আসমা’ ২/৭৫৮

সহীহ

ضعيفযঈফ।

সুয়ালাত আবী উবাইদ আজুর্রী পৃ: ৩১০

সহীহ

ضعيف الحديث منكر الحديث,عنده عجائب من المناكيرযঈফুল হাদীস এবং মুনকারুল হাদীস। তার নিকট মুনকার বর্ণনাগুলির মধ্যে আজীব বর্ণনাগুলো রয়েছে।

আল-জারহু ওয়াত তা’দীল ৪/২৩

সহীহ

ضعيفযঈফ।

আল-মারেফাতু ওয়াত তারীখ লিল ফাসাউই ২/৬৬০

সহীহ

ليس بثقةতিনি ছিক্বাহ নন।

আয-যুআফা ওয়াল মাতরুকিন পৃ: ৫৩

সহীহ

كان ممن يروي الموضوعات عن الأثبات على قلة روايتهতিনি অল্প সংখ্যক রেওয়ায়াতের বর্ণনাকারী হওয়ার সাথে সাথে ছিক্বাহ রাবী থেকে বানোয়াট রেওয়ায়াত বর্ণনাকরতেন।

আল-মাজরুহীন ১/৩১৮

সহীহ

1 ইয়াহইয়াহ ইবনে মাঈন

232 হিঃ

2 মুহাম্মাদ বিন ইসমাঈল আল-বুখারী

256 হিঃ

3 মুহাম্মাদ বিন ইসমাঈল আল-বুখারী

256 হিঃ

4 মুসলিম বিন হাজ্জাজ

261 হিঃ

5 আবূ দাঊদ সিজিস্তানী

275 হিঃ

6 আবূ হাতিম রাযী

277 হিঃ

7 ইয়াকুব বিন সুফইয়ান আল-ফাসাউই

277 হিঃ

8 নাসাঈ

303 হিঃ

9 ইবনে হিব্বান

354 হিঃ