আয়েশা রা: থেকে বর্ণিত তিনি বলেন: আয়েশা রা: থেকে বর্ণিত, তিনি বলেন: যদি আমি জানতে পারি যে কোন দিন লাইলাতুল কাদর। তবে আমি আল্লাহর কাছে আফিয়া (ক্ষমা) ব্যতিত কিছুই চাই না।
তাখরীজ:
তালখিসুল মুতাশাবিহ ফির রসম হা: ৫৮৮।
হুকুম:
যঈফ।
হাদীসটি সম্পর্কে নুকতা:
1
প্রথম সনদের রাবী আবূ মুআবিয়াহ মুদাল্লিস রাবী। আর তিনি এটি ‘আন’ শব্দযোগে বর্ণনা করেছেন।