19

লাইলাতুল কদরের দুআ

শুরাইহ বিন হানি ও মাসরুক

মারদূদ

মাউকুফ’

111

1 bs সনদ :

حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الْعَبَّاسِ بْنِ ذُرَيْحٍ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ

মতন:

عَنْ عَائِشَةَ، قَالَتْ: " إِنِّي لَوْ عَرَفْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا سَأَلْتُ اللَّهَ فِيهَا إِلَّا الْعَافِيَةَ

অনুবাদ:

আয়েশা রা: থেকে বর্ণিত, তিনি বলেন: যদি আমি জানতে পারি যে কোন দিন লাইলাতুল কাদর। তবে আমি আল্লাহর কাছে আফিয়া (ক্ষমা) ব্যতিত কিছুই চাই না।

তাখরীজ:

মুসান্নাফ ইবনে আবি শায়বাহ ২৮৬১৪।

2 bs সনদ :

أنا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عُمَرَ الْمُقْرِئُ، أنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الشَّافِعِيُّ، نا مُعَاذُ بْنُ الْمُثَنَّى، ثنا مُسَدَّدٌ، نا خَالِدٌ يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ، نا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جُبَيْرٍ، عَنْ مَسْرُوقِ،

মতন:

عَنْ عَائِشَةَ، قَالَتْ: " لَوْ عَلِمْتُ لَيْلَةَ الْقَدْرِ أَيَّ لَيْلَةٍ هِيَ مَا سَأَلْتُ اللَّهَ فِيهَا إِلا الْعَافِيَةَ

অনুবাদ:

আয়েশা রা: থেকে বর্ণিত তিনি বলেন: আয়েশা রা: থেকে বর্ণিত, তিনি বলেন: যদি আমি জানতে পারি যে কোন দিন লাইলাতুল কাদর। তবে আমি আল্লাহর কাছে আফিয়া (ক্ষমা) ব্যতিত কিছুই চাই না।

তাখরীজ:

তালখিসুল মুতাশাবিহ ফির রসম হা: ৫৮৮।

হুকুম:

যঈফ।

হাদীসটি সম্পর্কে নুকতা:

1

প্রথম সনদের রাবী আবূ মুআবিয়াহ মুদাল্লিস রাবী। আর তিনি এটি ‘আন’ শব্দযোগে বর্ণনা করেছেন।

আবু মুআবিয়া

2

দ্বিতীয় সনদের রাবী হুমাইদ বিন তাওইল মুদাল্লিস। আর তিনি এটি ‘আন’ শব্দযোগে বর্ণনা করেছেন।

হুমাইদ আত-তাওয়ীল