04

মধ্য শাবানের ফযিলত

আব্দুল্লাহ বিন আমর বিন আস

মারদূদ

মারফু’

47

সনদ :

حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا حُيَيُّ بْنُ عَبْدِ اللهِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو

মতন:

يَطَّلِعُ اللهُ عَزَّ وَجَلَّ إِلَى خَلْقِهِ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِعِبَادِهِ إِلَّا لِاثْنَيْنِ: مُشَاحِنٍ، وَقَاتِلِ نَفْسٍ

অনুবাদ:

নবী ﷺ বলেন, আল্লাহস্বীয় বান্দাদের প্রতি শাবানের মধ্য রজনীতে (১৫ তারিখ) বিশেষ দৃষ্টি দেন। মুসলমান ভাইয়ের সাথে শত্রুতা পোষণকারী এবং হত্যাকারী ব্যতিত সকল বান্দাকে মাফ করে দেন।

তাখরীজ:

মুসনাদে আহমাদ ১১/২১৭, হা: ৬৬৪২।

হুকুম:

যঈফ।

হাদীসটি সম্পর্কে নুকতা:

1