06

মধ্য শাবানের ফযিলত

আবূ হুরাইরাহ

মারদূদ

মারফু’

56

সনদ :

حَدَّثَنَا أَبُو غَسَّانَ رَوْحُ بْنُ حَاتِمٍ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ غَالِبٍ، ثنا هِشَامُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ

মতন:

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ يَغْفِرُ اللَّهُ لِعِبَادِهِ إِلا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ

অনুবাদ:

রাসূলুল্লাহ সা: বলেন, যখন শাবানের মধ্য রজনী আসে তখন আল্লাহ তা’য়ালা সকল বান্দাকে মাফ করে দেন, মুশরিক এবং মুসলিমদের সাথে বিদ্বেষকারী ব্যতিত।

তাখরীজ:

কাশফুল আসতার হা: ২০৪৬

হুকুম:

যঈফ।

হাদীসটি সম্পর্কে নুকতা:

1

সনদের রাবী হিশাম বিন আব্দুর রহমান মাজহুল।

হিশাম বিন আব্দুর রহমান